র্যাটম
বাণিজ্যিক নামঃ র্যাটম
সাধারণ নামঃ জিংক ফসফাইড ২%
বিশেষ বৈশিষ্ট্যঃ
- ইহা একটি কার্যকরী ‘ফসফাইড’ গ্রুপের ইঁদুরনাশক ।
- ইহা একটি কার্যকরী পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন কীটনাশক।
প্যাক সাইজঃ ৫০ গ্রাম।
কার্যপ্রক্রিয়া, প্রয়োগবিধি ও প্রয়োগমাত্রাঃ
- র্যাটমের মূল উপাদানের সাথে সহযোগী উপাদান হিসেবে গম দেয়া আছে যা ইঁদুর খেতে খুব পছন্দ করে। ইঁদুর এটি খাওয়ার সাথে সাথে এটি ইঁদুরের পাকস্থলীতে অবস্থিত এসিডের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসফাইন গ্যাস মুক্ত করে যার ফলে ইঁদুর মারা যায়।
- বসত-বাড়ি, খামার, দোকান পাট, সকল মৌসুমে ধান সহ বিভিন্ন ফসলকে এছাড়াও সব ধরনের গুদুম ঘরে ইঁদুরের প্রকোপ রোধ করে।
- রাতে ইঁদুর চলার পথে বা গর্তের মুখে ‘র্যাটম’ দিয়ে রাখতে হবে। সামান্য গম বেইট খেলেই ইঁদুর মারা যায়। সকালে না খাওয়া গম সরিয়ে রাখুন। এভাবে পর পর তিন দিন ব্যবহার করুন। অতিরিক্ত বিষ মাটির ০১ ফুট নিচে পুঁতে ফেলুন।
সাবধানতাঃ
গৃহপালিত পশুপাখি ও মানুষের জন্য বিষাক্ত। তাই এদের নাগালের বাহিরে রাখুন। ব্যবহারের পর ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভুলক্রমে খেয়ে ফেললে বমি করাবেন ও দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।