কৃষি পণ্য

abs-thumb
about-thumb

আমাদের সম্পর্কে

ইষ্ট ওয়েস্ট কেমিক্যালস লিঃ বাংলাদেশ ভিত্তিক একটি কৃষি রাসায়নিক প্রতিষ্ঠান। যা ১৯৮৮ সাল থেকে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের প্রথম সারির কৃষি বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অতি পরিচিত নাম। কৃষকের সেবাই এবং কৃষির উন্নয়নে দীর্ঘ ৩৫ বছর যাবৎ সুনামের সাথে গুনগত মান সম্পন্ন কৃষিপণ্য সরবরাহ করে ইতোমধ্যে কৃ্ষকের মনে যায়গা করে নিয়েছে। আধুনিক ও মানসম্পন্ন পরিবেশবান্ধব কৃষিপণ্য সরবরাহের মাধ্যমে কৃষকের আশানুরুপ ফলন নিশ্চত করার লক্ষ্যে নিরালশভাবে কাজ করে যাচ্ছে ইষ্ট ওয়েস্ট কেমিক্যালস লিঃ। ১৯৮৮ সালে সামান্য সংখ্যক প্রতিনিধি নিয়ে কাজ শুরু করে ইষ্ট ওয়েস্ট কেমিক্যালস লিঃ পরিবারের সদস্য সংখ্যা এখন চার শতাধিক। পরিবেশক, রিটেলার এবং কৃষক ভাইদের সর্বোপরি সেবা প্রদানে নিযুক্ত আছেন প্রায় দুই শতাধিক বিক্রয় প্রতিনিধি এবং তাদেরকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে আমাদের কারখানা, প্যাকিং প্লান্ট এবং সেলস সেন্টারের কর্মীবৃন্দ। এছাড়াও সমস্ত কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় নিবেদিত আছেন আমাদের হেড আফিসের কর্মকর্তাবৃন্দ। মাঠ পর্যায়ে নিরবিচ্ছিন্ন ভাবে পণ্য সরবরাহের জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় আমাদের আছে নিজস্ব কারখানা ও প্যাকিং প্লান্ট। এখানে কর্মরত আছেন প্রায় শতাধিক কর্মী। যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও আমাদের রয়েছে আধুনিক স্বয়ংক্রিয় প্যাকিং যন্ত্রপাতি। পণ্যের মান নিয়ন্ত্রনে আমাদের আছে অত্যাধুনিক ল্যাবরেটরি। যেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্যের সর্বচ্চ মান নিশ্চিত করা হয়। গুনগত মান সম্পন্ন পণ্য সরবরাহ করায় ইষ্ট ওয়েস্ট কেমিক্যালস লিঃ এর লক্ষ্য। 

agricul-farm

প্রধান কার্যালয়

আমাদের ডিপো

বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানের একাধিক ডিপো রয়েছে। আমাদের ফ্যাক্টরী থেকে ডিপো গুলোতে পণ্য সমূহ আসে। এই সকল ডিপো থেকে পণ্য সমূহ পরিবেশকের নিকট পোঁছে দেওয়া হয়। আমাদের উল্লেখযোগ্য ডিপো সমূহ হলো ভেড়ামারা , যশোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, কুমিল্লা এবং রাজশাহী। সহজ ভাবে পরিবেশকের নিকট পণ্য পৌঁছে দেওয়া লক্ষেই এই সকল ডিপো সমূহ তৈরি করা হয়েছে।

সকল ডিপো

পরিচালনা পর্ষদ

team-image
মোহাঃ রবিউল হক

ব্যবস্থাপনা পরিচালক

team-image
মোঃ আসিফ হাসান হক

অপারেশনস্ ম্যানেজার